11/22/2024 ৯৩ দেশে খেজুর উপহার দিল সৌদি আরব
মুনা নিউজ ডেস্ক
১২ মার্চ ২০২৪ ১০:২৭
বিশ্বের ৯৩টি দেশে খেজুর উপহার পাঠিয়েছে সৌদি আরব। রমজান মাস উপলক্ষে দেশটির বাদশাহ সালমানের উপহার কর্মসূচির অংশ হিসেবে এই খেজুর বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ১১ মার্চ, সোমবার বিষয়টি নিশ্চিত করেছে সৌদির ধর্ম মন্ত্রণালয়। খবর আরব নিউজ।
আরব নিউজ জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে বসনিয়া ও হার্জেগোভিনায় ৩০ হাজার লোকের কাছে প্রায় ১০ টন খেজুর বিতরণ করা হচ্ছে। এসব খেজুর বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সৌদির রাষ্ট্রদূত ওসামা আল-আহমাদি। এ সময় বিশ্বজুড়ে ইসলামের সেবায় কাজ করার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতি তুলে ধরেন রাষ্ট্রদূত আল-আহমাদি।
রমজান উপলক্ষে দক্ষিণ আফ্রিকাকে দেয়া হয়েছে ছয় টন খেজুর, জাম্বিয়া এবং মোজাম্বিক পেয়েছে পাঁচ টন করে। মরিশাস, জিম্বাবুয়ে, মালাউই, অ্যাঙ্গোলা, বতসোয়ানা এবং নামিবিয়া তিন টন করে এবং এসওয়াতিনি পেয়েছে দুই টন খেজুর। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত সৌদি দূতাবাসের কর্মকর্তা মুহাম্মদ আশুর জানিয়েছেন, এ কর্মসূচির মাধ্যমে অন্তত ৯০ হাজার মুসলিম উপকৃত হবেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.