11/24/2024 যুদ্ধের পর প্রথমবার সৌদি গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট
মুনা নিউজ ডেস্ক
১৯ মে ২০২৩ ১১:৪৮
আরব লিগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সৌদি বন্দরনগরী জেদ্দায় পৌঁছেছেন। আজ শুক্রবার আঞ্চলিক এই সম্মেলন শুরু হচ্ছে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সৌদি আরব সফরে গেলেন।
বৃহস্পতিবার তিনি সৌদির বন্দরনগরী জেদ্দা পৌঁছেছেন। খবর আলজাজিরার।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দীর্ঘ ১১ বছর পর বাশার আসাদ শুক্রবার আরব লীগের ৩২তম সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের বৈঠকে এই সংস্থায় সিরিয়ার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করতে সম্মত হয়।
পরবর্তীকালে সৌদি বাদশাহ আনুষ্ঠানিকভাবে বাশার আল আসাদকে আরব লিগের নেতৃবৃন্দের বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান। তারই পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্ট সৌদি সফরে যাচ্ছেন।
আল-আসাদের বাবা হাফিস আল-আসাদের মৃত্যুর পর ২০০০ সালে বাশার আল-আসাদ ক্ষমতা গ্রহণ করার পর থেকেই সিরিয়া ও সৌদি আরবের মধ্যে টানাপোড়েন চলছিল। তারপর ২০১২ সালে সিরিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। তবে গত সপ্তাহে দুই দেশ তাদের দূতাবাস আবার খুলতে সম্মত হয়।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই অঞ্চলে শান্তির প্রতি জোর দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্ততায় ইরানের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে সৌদি আরব। তাছাড়া ইয়েমেনের গৃহযুদ্ধ অবসানেও উদ্যোগ গ্রহণ করেছে।
সূত্র : আল-জাজিরা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.