11/22/2024 বিজিপির আরো ২৯ সদস্য পালিয়ে বাংলাদেশে
মুনা নিউজ ডেস্ক
১১ মার্চ ২০২৪ ০৮:৩৬
মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ- বিজিপি) আরো ২৯ জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। ১০ মার্চ রবিবার রাত ১০টা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে তাঁরা বাংলাদেশে আশ্রয় নেন।
১১ মার্চ, সোমবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মিয়ানমার সরকারি বাহিনীর হামলার পাল্টা জবাব হিসেবে বিদ্রোহী গেরিলা সংগঠন আরাকান আর্মি (এএ) ভারী অস্ত্র ব্যবহার করলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। ওপারে বিদ্রোহী আরাকান আর্মির হামলায় টিকতে না পেরে মিয়ানমারের রাখাইন প্রদেশের অংথাপায়া ক্যাম্প থেকে পালিয়ে বিজিপি সদস্যরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি বিজিবি ক্যাম্প এলাকায় আশ্রয় নিয়েছেন।
বিজিবির গণসংযোগ শাখা জানায়, নাইক্ষ্যংছড়িতে দায়িত্বরত ১১ বিজিবি ব্যাটালিয়নের অধীন জামছড়ি বিওপির সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প হতে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পালিয়ে যাওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের স্থানীয় এক ব্যক্তির বাগানে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাঁদের নিরস্ত্র করে নিরাপদ কোনো জায়গায় স্থানান্তর করা হবে।
এর আগে কয়েক দফায় মিয়ানমারের ৩৩০ জন সামরিক-বেসামরিক ব্যক্তি বাংলাদেশে ঢুকে পড়ে। গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.