11/22/2024 রোজায় বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত : হাইকোর্ট
মুনা নিউজ ডেস্ক
১০ মার্চ ২০২৪ ০৮:০৪
রমজান মাসে স্কুল খোলার সরকারি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এর ফলে পুরো রমজান মাসেই বন্ধ থাকবে সকল প্রাথমিক, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ ১০ মার্চ, রোববার একটি রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
এর আগে ৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় রমজানের প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা রাখার ঘোষণা দেয়। অন্যদিকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় রমজানের প্রথম ১০ দিনে ক্লাস নেওয়ার প্রস্তুতি নিতে প্রাথমিক বিদ্যালয়গুলোকে নির্দেশ দেয়। কর্তৃপক্ষ রমজানের জন্য আলাদা ক্লাস রুটিনও প্রকাশ করেছিল।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে শফিউর রহমান চৌধুরী নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত রিট আবেদনটি শুনানি করে এবং সরকারি সিদ্ধান্তে দুই মাসের স্থগিতাদেশ দেয়।
আবেদনের পক্ষে যুক্তিতর্ক করেন অ্যাডভোকেট এ.কে.এম ফায়েজ এবং মাহমুদা খানম।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.