11/22/2024 রমজানে ইবাদাতের জন্য মক্কায় প্রস্তুত ১২ হাজার মসজিদ
মুনা নিউজ ডেস্ক
৯ মার্চ ২০২৪ ১০:৫২
মহিমান্নিত মাস রমজানকে কেন্দ্র করে নানা প্রস্তুতি নিতে শুরু করেছেন সারা বিশ্বের মুসলমানরা। রমজানের জন্য নতুন করে সাজ নিচ্ছে সৌদি আরবও। দেশটি জানিয়েছে, রমজানের জন্য ১২ হাজারের বেশি মসজিদের ইবাদতের জন্য প্রস্তুত করা হয়েছে।
পবিত্র নগরী মক্কায় রমজানের জন্য ১২ হাজার ১০৪টি মসজিদকে ইবাদতের জন্য প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে মক্কার প্রাণকেন্দ্রে ৪৬০টি মসজিদ রয়েছে।
সৌদি আরবের ইসলামীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের ইবাদতকারীদের জন্য মক্কা নগরী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী সোমবারে এ বছরের রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রস্তুতির অংশ হিসেবে এসব মসজিদে পরিচ্ছন্নতা, কার্পেটিং এবং সুগদ্ধি ছড়ানো হয়েছে। এ ছাড়াও মসজিদগুলোতে নারী-পুরুষের আলাদাভাবে নামাজের জায়গাও প্রস্তুত করা হয়েছে।
রমজানকে ওমরাহ পিক সিজন হিসেবে ধরা হয়। ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা মক্কার গ্রান্ড মসজিদে এ সময়ে ভিড়ও বাড়তে থাকে। এ সময়ে মুসলমানরা ওমরাহ পালনও নামাজ আদায়ের জন্য সেখানে গিয়ে থাকেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.