11/22/2024 টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
মুনা নিউজ ডেস্ক
৯ মার্চ ২০২৪ ০৯:৫৩
টেক্সাসে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে আরোহীদের সবাই হতাহত হয়েছেন।
সামরিক কর্মকতারা জানান, ন্যাশনাল গার্ডের হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তে মোতায়েন থাকার সময় এটি টেক্সাসে বিধ্বস্ত হয়। এতে দুই সেনা ও এক বর্ডার এজেন্ট নিহত হয়েছেন। এ সময় ভেতরে থাকা আরেক সেনাও আহত হয়েছেন।
সেনাবাহিনীর মেজর রায়ান ওয়ারজবিকি জানান, ইউএইচ-৭২ লোকটা হেলিকপ্টারটি স্থানীয় সময় ২টা ৫০ মিনিটে টেক্সাসের রিও গার্ডেন সিটিতে বিধ্বস্ত হয়। এ সময় এটি সীমান্ত এলাকায় আকাশে পর্যবেক্ষণ এবং শনাক্তকরণ মহড়া চালাচ্ছিল।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। দুর্ঘটনার সময়ে আবহাওয়া কেমন ছিল তাও তিনি জানাতে পারেননি।
সংবাদমাধ্যম জানিয়েছে, হতাহত সবার নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।
কাউন্টির স্থানীয় শীর্ষ কর্মকর্তা স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানান, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে গেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া হেলিকপ্টারে থাকা অপর এক সেনার অবস্থা গুরুতর। বোর্ডে থাকা চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.