11/22/2024 মসজিদুল হারামে ১০টি ভাষায় জুমার খুতবা
মুনা নিউজ ডেস্ক
১৯ মে ২০২৩ ০৯:৪৫
সৌদি আরবের মক্কা মুকাররমায় অবস্থিত মুসলমানদের সবচেয়ে পবিত্র ইবাদতস্থল মসজিদুল হারাম। কাবা শরিফ বেষ্টিত এ মসজিদে জুমার নামাজের খুতবা বাংলা, উর্দুসহ অন্তত ১০টি ভাষায় অনুবাদ করা হয়। বিশ্বের অসংখ্য মানুষ আজ পবিত্র মক্কা মসজিদুল হারামে জুমার নামাজের জন্য সমবেত হবে। তাদের বুঝার সুবিধার্থে বিশ্বের জনপ্রিয় ১০টি ভাষায় খুতবা অনুবাদ করার ব্যবস্থা করেছে মসিজিদ কর্তৃপক্ষ।
সৌদি প্রেস এজেন্সি সূত্রে জানা যায়, অনূদিত ভাষাগুলো হচ্ছে- উর্দু, ইংরেজি, ফরাসি, ফার্সি, তুর্কি, মালয়, রাশিয়ান, চাইনিজ, বাংলা ও হাউসা।
মসজিদুল হারামের ডেপুটি চিফ আহমাদ আব্দুল আজিজ আল হুমাইদি জানিয়েছেন, ওই ১০ ভাষার অনুবাদ এফএম রেডিও ও ‘মানারাতুল হারামাইন’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগ্রহী পাঠকরা শুনতে পারবেন।
আল হুমাইদি আরো জানান, উল্লেখিত ভাষাগুলোতে খুতবা অনুবাদের জন্য যেসব লোক নিয়োগ দেয়া হয়েছে, তারা তাদের ভাষায় দ্রুত ও নির্ভুল অনুবাদে দক্ষ।
বিশ্বের জনপ্রিয় এই ১০টি ভাষায় মসজিদুল হারামের খুতবা অনুবাদের কারণে বিশ্বের অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। কারণ, যারা আরবি বোঝেন না, তারা তাৎক্ষণিক সরাসরি অনুবাদ শুনতে পারছেন।
সূত্র : আরব নিউজ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.