11/22/2024 মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে তুরস্কে গ্রেফতার ৭
মুনা নিউজ ডেস্ক
৫ মার্চ ২০২৪ ০৬:৩১
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য বিক্রির অভিযোগে এক বেসরকারি গোয়েন্দাসহ সাতজনকে আটক করেছে তুরস্কের পুলিশ।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানিয়েছে, সাবেক এই সরকারি কর্মকর্তা তুরস্কের মধ্যপ্রাচ্যের কোম্পানি ও ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ, ট্র্যাকিং ডিভাইস স্থাপন ও নজরদারিতে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি ও ইস্তাম্বুলের সন্ত্রাসবিরোধী পুলিশের অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।
অভিযানের বিষয়ে আঙ্কারা কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আনাদোলুর প্রতিবেদনের বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
তুরস্কের ওই গোয়েন্দা সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে মোসাদ কর্তৃক প্রশিক্ষণ পেয়েছিল। তিনি ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পেয়েছিলেন যা সরকারি রেকর্ডে দেখা যায়নি বলে সূত্রগুলি জানিয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.