11/23/2024 লক্ষাধিক লোকের উপস্থিতিতে আল্লামা লুৎফর রহমানের নামাজে জানাজা সম্পন্ন
মুনা নিউজ ডেস্ক
৪ মার্চ ২০২৪ ০৪:২৭
নিজ জন্মস্থান লক্ষ্মীপুরে লক্ষাধিক ভক্ত, অনুরাগীর উপস্থিতিতে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, প্রবীণ আলেমে দ্বীন আল্লামা লুৎফর রহমান সাহেবের জানাজা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় ৪ মার্চ সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে রামগঞ্জ উপজেলার গাজীপুর রাজ্জাকিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসুল (সা:) সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী।
৩ মার্চ রবিবার, রাত সাড়ে ৮টায় ঢাকার বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে, সকাল ৮টা ৩০ মিনিটে গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা ও সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ বাড়িতে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে। তবে মানুষের উপচেপড়া ভিড় থাকায় কাউকেই মরহুমের মরদেহ দেখানো হয়নি।
জানাজা পূর্ব সমাবেশে অনেক ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। ওলামায়ে কেরাম তাদের বক্তব্যে বলেন, ‘তিনি দীর্ঘ ৫৪ বছর কুরআনের তাফসির পেশ করেছেন, দেশের প্রতিটি জেলা, উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, কোরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সমূহ-সহ বিশ্বের বহু দেশেও কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন।’
ওলামায়ে কেরাম আরো বলেন, ‘উনার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তারপরও আশা প্রকাশ করেন, উনার জীবনী থেকে শিক্ষা নিয়ে হাজারো দ্বীনের দ্বায়ী তৈরি হবে, উনার রেখে যাওয়া কাজ সম্পন্ন করবে।’
এ সময় সকল বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন। এছাড়া দেশবাসীর কাছে দোয়া কামনা করেন আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসী করেন।
লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। তিনি ৫ কন্যা ও ২ ছেলের জনক। আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.