04/10/2025 ইরাকি ভূখণ্ডে হামলা চালানোর জন্য ক্ষমা চাইলো যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
৩ মার্চ ২০২৪ ০৮:০৯
ইরাকের অভ্যন্তরে বিমান হামলার জন্য দেশটির সরকারের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ মোহাম্মদ হুসেন স্পুটনিককে এ খবর দিয়েছেন। তিনি বলেন, গত ২রা ফেব্রুয়ারি ইরাকি ভূখণ্ডে বিমান হামলার আগে আগাম সতর্ক বার্তা না দেয়ায় ওয়াশিংটন বাগদাদের কাছে ক্ষমা চেয়েছে। আন্টালিয়া কূটনীতিক ফোরামে অংশ নেয়ার সময় তিনি এসব কথা বলেন।
এর আগে গত জানুয়ারির শেষের দিকে একটি আমেরিকান সামরিক ফাঁড়িতে ড্রোন হামলা চালায় অজ্ঞাত যোদ্ধারা। এতে তিন আমেরিকান সেনা নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়। জর্ডানে অবস্থিত ওই সামরিক ঘাঁটিতে হামলার জন্য ওয়াশিংটন ইরান-সমর্থিত বাহিনীগুলোকে দায়ী করে। এর জবাবে ২রা ফেব্রুয়ারি ইরাক ও সিরিয়ার একাধিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ওই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং সহযোগী মিলিশিয়াদের টার্গেট করা হয়। বাগদাদ ও দামেস্ক উভয়ই তাদের মাটিতে ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইজার জন কিরবি প্রথমে দাবি করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ওই হামলার আগেই ইরাকি সরকারকে জানিয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ৬ই ফেব্রুয়ারি স্বীকার করেন যে ওয়াশিংটন হামলার আগে বাগদাদকে সতর্ক করেনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.