11/22/2024 এবার সামরিক ইউনিফর্মে আগুন দিলেন আমেরিকান সাবেক সেনারা
মুনা নিউজ ডেস্ক
১ মার্চ ২০২৪ ০৬:৫৩
যুক্তরাষ্ট্রের কয়েকজন সাবেক সেনা সদস্য আমেরিকান বিমান বাহিনীর আত্মহত্যাকারী সদস্য অ্যারন বুশনেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজেদের সামরিক পোশাকে আগুন দিয়েছেন।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতিবাদে বুশনেল গত রোববার ওয়াশিংটন ডিসির ইসরাইলি দূতাবাসের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। তার এই পদক্ষেপের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমেরিকার সাবেক সেনারা গতকাল নিজেদের পোশাকে আগুন দেন। এর মধ্যদিয়ে মূলত তারা ইসরাইলের প্রতি সরকারের অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদ জানালেন বলে জানায় তারা।
গতকাল ২৯ ফেব্রুয়ারি, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়- কয়েক ব্যক্তি একটি ট্র্যাশ ক্যানের ভেতরে পেট্রোল ঢেলে তার মধ্যে নিজেদের সামরিক পোশাক ফেলে আগুন ধরিয়ে পোড়াচ্ছেন। সেখানে অবস্থান করা লোকজনকে ফিলিস্তিন মুক্ত করার পক্ষে স্লোগান দিতে শোনা যায়। ট্র্যাশ ক্যানের ভেতরে বেশ কয়েক ব্যক্তি নিজেদের সামরিক পোশাক ফেলে পুড়িয়ে দেন। যেখানে সামরিক পোশাকে আগুন দেয়া হয় সেখানে ফিলিস্তিন মুক্ত করার পক্ষে স্লোগান সম্বলিত ব্যানার দেখতে পাওয়া যায়।
অ্যারন বুশনেল আত্মহত্যা করার আগে ফিলিস্তিন মুক্ত করার পক্ষে স্লোগান দিয়েছিলেন। সেসময় তিনি চিৎকার করে বলেছিলেন, “আমাদের শাসক শ্রেণী ইসরাইলকে সমর্থন দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি তাদের জন্য স্বাভাবিক বিষয়।”#
সূত্র : পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.