11/25/2024 গুপ্তচরবৃত্তির সন্দেহে ৭ আমেরিকান কোম্পানিতে চীনা অভিযান
মুনা নিউজ ডেস্ক
১ মার্চ ২০২৪ ০৬:২৭
গত বছরে গুপ্তচরবৃত্তির সন্দেহে চীনে পরিচালিত সাতটি আমেরিকান কোম্পানিতে অভিযান চালিয়েছে চীন সরকার। আমেরিকানরা যারা চীনে ব্যবসা করতে চান তাদের সমস্যার কথা তুলে ধরে রবিবার বেইজিংয়ে আমেরিকার নিযুক্ত রাষ্ট্রদূত নিকোলাস বার্নস সিক্সটি মিনিটের সাথে একটি সাক্ষাৎকারে খবরটি সামনে এনেছেন।
বার্নস চীনের বিরুদ্ধে কার্যত অভিযোগের সুরে বলেন, একদিকে তারা বলছে, আমরা ব্যবসার জন্য উন্মুক্ত। আমরা এখানে আমেরিকান, জাপানি ব্যবসা চাই। কিন্তু অন্যদিকে তারা গত মার্চ থেকে ছয় -সাতটি আমেরিকান সংস্থায় অভিযান চালিয়েছে। তারা আমেরিকান কোম্পানিগুলিতে গিয়ে সেগুলি বন্ধ করে দিয়েছে এবং এমন অভিযোগ করেছে যেগুলি আমরা মনে করি খুব অযৌক্তিক।
যদিও চীনে আমেরিকান সংস্থাগুলির উপর বেশ কয়েকটি অভিযানের কথা পূর্বে রিপোর্ট করা হয়েছিল, বার্নসের দ্বারা উদ্ধৃত মোট সংখ্যা সর্বজনীনভাবে পরিচিত ছিল তার চেয়ে বেশি। চীন গত বছর আমেরিকান কনসালটেন্সি এবং ডিউ ডিলিজেন্স ফার্মগুলির বিরুদ্ধে একটি ক্র্যাকডাউন শুরু করেছিলো বলে জানা যায়। একটি মুভ বিজনেস লবি বলেছে যে, এর জেরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বিদেশী বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়েছেন। মার্চ মাসে, আমেরিকান পরামর্শদাতা মিন্টজ গ্রুপের বেইজিং অফিসে অভিযান চালানো হয় এবং পাঁচ চীনা কর্মীকে আটক করা হয়।
মিন্টজ অভিযানের পরে একটি বিবৃতিতে তার কর্মচারীদের আটক করা এবং চীনের ব্যবসা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে এবং পরে বেইজিংয়ের কর্তৃপক্ষ কর্তৃক ১.৫ মিলিয়ন ডলারের জরিমানার মুখে পড়েছে। চীনের পুলিশ এপ্রিল মাসে আমেরিকার ব্যবস্থাপনা পরামর্শদাতা বেইন অ্যান্ড কো-এর সাংহাই অফিসেও হানা দিয়েছিলো । তারপরে মে মাসে, চীনের রাষ্ট্রীয় টিভি একটি অনুষ্ঠান সম্প্রচার করে যেখানে কনসালটেন্সি ক্যাপভিশন পার্টনার্সের অফিসে একটি অভিযান দেখানো হয়।
ক্যাপভিশন সম্প্রচারের পরপরই একটি বিবৃতিতে বলেছিল যে তারা জাতীয় নিরাপত্তা বিধি মেনে চলবে, তবে আর কোনো মন্তব্য করতে অস্বীকার করে।ইউএস ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টার জুনে বলেছে যে চীন তথ্যের বহির্মুখী প্রবাহকে একটি জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসাবে দেখেছে এবং নতুন ও বিদ্যমান আইন কোম্পানিগুলির স্থানীয়ভাবে নিযুক্ত চীনা নাগরিকদের গোয়েন্দা প্রচেষ্টায় সহায়তা করতে বাধ্য করতে পারে। কথিত গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে ক্র্যাকডাউন চীনে বিদেশী বিনিয়োগকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে । দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জ অনুসারে, গত বছর, চীনের সরাসরি বিদেশী বিনিয়োগ ২০২৩ সালে নেট ভিত্তিতে ৮২ শতাংশ কমে ৩৩ বিলিয়ন ডলার হয়েছে।
সূত্র : ডেইলিমেইল
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.