11/28/2024 পেনসিলভেনিয়ায় মুনা সেন্টার অফ আপার ডার্বি মসজিদের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
১ মার্চ ২০২৪ ০৫:১১
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা সেন্টার অফ আপার ডার্বি মসজিদের গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি, রবিবার বাদ যোহর পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে এই গ্র্যান্ড ওপেনিং এর আয়োজন করা হয়।
মুনা সেন্টার অফ আপার ডার্বি মসজিদের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুনা পেনসিলভেনিয়া সাউথ চ্যাপ্টার সভাপতি মোহাম্মদ বেলাল মিয়া। এছাড়া অনুষ্ঠানটির যৌথ পরিচালনা করেন সাইদ হাসান এবং নোমান সিদ্দিকী।
মুনা সেন্টার অফ আপার ডার্বি মসজিদের গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা’র সাবেক প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ইমাম দেলোয়ার হোসাইন বলেন, যে জায়গায় এতদিন চার্চের মাধ্যমে শিরক হতো সে জায়গায় আজ থেকে মসজিদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আল্লাহু আকবার তাকবির হবে।
মসজিদটি এলাকার মানুষের মধ্যে ইসলামের জাগরণে অগ্রণী ভুমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মসজিদ কেন্দ্রীক জীবন পরিচালনা করার জন্য আহবান জানান মুনা’র এই সাবেক প্রেসিডেন্ট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার এইড এন্ড রিলিফ ডিরেক্টর নাছির উদ্দিন, ইস্ট জোন ফ্যামিলি অ্যাফেয়ার্স ডিরেক্টর হুমায়ুন কবির, মুনা ইস্ট জোন এক্সিকিউটিভ ডিরেক্টর মাওলানা ফারুক আহমেদ, ইস্ট জোন মুনা ইয়ুথ লিডার ফয়সাল আযাদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনা সেন্টার অফ ডেলাওয়্যারের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান, আপার ডার্বি মাসজিদ আল মদিনার ইমাম মুফতি রায়হান, মাওলানা আব্দুল আওয়াল , মাওলানা নুরুলই সালাম, আবু বকর সিদ্দিক, হাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত রাজিব, এনামুল আলম, নরুলই সালাম সবুজ, শরীফ খান, ফরহাদ চৌধুরী তায়েফ, আব্দুল বাছিত, আকছার জুনেদসহ আরো অনেকে।
প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও বাচ্চাদের কোলাহলে মুখরিত গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে মুনার বিভিন্ন চ্যাপ্টার , সাব চ্যাপ্টারের ম্যান, ওয়েম্যান, চিলড্রেন এর দায়িত্বশীল ও জনশক্তিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের জন্য রাতে ডিনার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
আকবর উদ্দীন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.