11/26/2024 শপথ নিলেন পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা
মুনা নিউজ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৩
শপথ নিলেন পাকিস্তানের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক ঘণ্টা দেরিতে দেশটির ১৬তম জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। এরপর নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।
নতুন শপথ গ্রহণকারী আইনপ্রণেতাদের মধ্যে রয়েছেন মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) চেয়ারম্যান নওয়াজ শরীফ, প্রেসিডেন্ট শেহবাজ শরীফ, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি ও জমিয়ত উলেমা-ই-ইসলাম, ফজলের (জেইউআই-এফ) চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমানসহ দলগুলোর নির্বাচিত নেতারা।
দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সঙ্গে জোট করে সংসদে বিরোধী দলের সদস্য হিসেবে যোগ দিয়েছেন ইমরান খানের পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফেরপিটিআই-সমর্থিত বিজয়ী প্রার্থীরা। এদিন এ দুই দলের বিজয়ী সদস্যরাও শপথ নেন। তবে এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগে পার্লামেন্টেই প্রতিবাদ জানায় দলটি। এসময় হট্টগোল শুরু হয়ে যায়।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট অধিবেশনে জাতীয় সংগীত শেষ হওয়ার পরপরই পিটিআই-সমর্থিত আইনপ্রণেতারা ‘পাকিস্তানের রক্ষক কে? ইমরান খান, ইমরান খান’ বলে স্লোগান দিতে থাকেন।
তাছাড়া এসআইসি’র সদস্যরা ‘কয়েদি নম্বর ৮০৪’ বলেও স্লোগান দিতে থাকেন। কারণ আদিয়ালা জেলে কারাবন্দি ইমরান খানকে এই নম্বর দেওয়া হয়েছে। তাদের স্লোগানের পর পিএমএল-এনের আইনপ্রণেতারা ‘ঘড়ি চোর’ বলে পাল্টা স্লোগান দেন।
হট্টগোল বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার রাজা পারভেজ আশরাফ হস্তক্ষেপ করেন। পরে তিনি পিটিআই-সমর্থিত আইনপ্রণেতাদের শান্ত করেন ও সব সদস্যকে শপথ পাঠ করান। শুক্রবার (১ মার্চ) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় পরিষদের স্পিকার, ডেপুটি স্পিকার ও ৪ মার্চ প্রধানমন্ত্রী নির্বাচন করবেন ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.