11/23/2024 ফোর্বসের তরুণ উদ্যোক্তার তালিকায় ৭ বাংলাদেশি
মুনা নিউজ ডেস্ক
১৮ মে ২০২৩ ১২:১০
বিখ্যাত বিজনেস জার্নাল ফোর্বস ২০১১ সালে প্রথমবারের মতো '৩০ অনূর্ধ্ব ৩০' তালিকা প্রকাশ করে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৩০ বছরের কম বয়সী ৩০ জনকে নিয়ে তালিকাটি তৈরি করা হয়। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ব্যতিক্রমী উদ্যোগের জন্য মোট ২৫ জন বাংলাদেশির নাম এ তালিকায় স্থান পেয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) ‘ফোর্বস থার্টি আন্ডার থার্টি এশিয়া’ শীর্ষক এ তালিকায় ১০টি ক্যাটাগরিতে ৩০ জন করে মোট ৩০০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
এ বছর ৩০ বছরের কম বয়সী ৭ জন বাংলাদেশিকে ৩টি ক্ষেত্রে তাদের অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্ষেত্রগুলো হলো- কনজিউমার টেকনোলজি; গণমাধ্যম; বিপণন; বিজ্ঞাপন এবং সামাজিক প্রভাব। তারা হলেন- রুবাইয়াত ফারহান, তাসফিয়া তাসবিন, আজিজ আরমান, জাহ্নবী রহমান, আনওয়ার সায়েফ, সারাবান তহুরা ও দীপ্ত সাহা।
ফোর্বসের তালিকায় সোশ্যাল ইম্প্যাক্ট বা সামাজিক প্রভাব ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের রিল্যাক্সি’র সহপ্রতিষ্ঠাতা জাহ্নবী রহমান। মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশি তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মে সহায়তা দিয়ে থাকে রিল্যাক্সি। প্রতিষ্ঠানটির অ্যাপ ১৫ হাজারের বেশি মানুষ ডাউনলোড দিয়েছে।
একই ক্যাটাগরিতে রয়েছেন সারাবন তহুরা তুরিন এবং আনোয়ার সায়েফ অনিক। তারা টার্টল ভেঞ্চার স্টুডিও-র প্রতিষ্ঠাতা, যা তরুণ স্টার্টআপদের অর্থায়ন, পরামর্শদান, একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কে অ্যাক্সেস এবং কৌশলগত সহায়তা প্রদান করে থাকে। স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা করে টার্টল ভেঞ্চার।
এদের মধ্যে মিডিয়া, মার্কেটিং এবং বিজ্ঞাপন বিভাগে তালিকায় রয়েছে মার্কোপলো ডট এআই এর প্রতিষ্ঠাতা রুবাইয়াত ফারহান ও তাসফিয়া তাসবিনের নাম। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং সেবা দিয়ে থাকে মার্কোপলো ডটএআই। ২০২২ সালে কোম্পানিটি ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘সিঙ্গাপুর ভিসি’ থেকে সাত লাখ মার্কিন ডলার বিনিয়োগ পায়।
কনজ্যুমার টেকনোলজি ক্যাটাগরিতে রয়েছেন আজিজ আরমান। তিনি অনলাইনে গাড়ি ভাড়া করার অ্যাপ যাত্রীর প্রতিষ্ঠাতা। গত বছর ঢাকা বাস মালিক সমিতি ই-টিকিট ব্যবস্থা চালু করতে সম্মত হয় এবং যাত্রীর মাধ্যমে পাঁচ হাজার ৬৫০টি বাসে ই-টিকিট ব্যবস্থা চালু হয়। ২০২১ সালে কোম্পানিটি ১২ লাখ ডলার বিনিয়োগ পায়।
কনজ্যুমার টেকনলোজি ক্যাটাগরিতে রয়েছেন দীপ্ত সাহা। অ্যাগ্রোশিফট টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা তিনি। কৃষকদের ডিজিটাল সরবরাহ চেইনের সঙ্গে সংযুক্ত করতে এবং তাদের ডিজিটাল দুনিয়ায় পরিচিত করতেই দীপ্ত সাহা গড়ে তুলেছিলেন অ্যাগ্রোশিফট টেকনোলজিস। সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল এনে ভোক্তাদের কাছে বিক্রি করে গত বছর চালু হওয়া প্রতিষ্ঠানটি।
সূত্র : ফোর্বস ওয়েবসাইট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.