12/04/2024 ফিলিস্তিনি শিশুদের সব সঞ্চয় দান করে আত্মাহুতি দিলেন যুক্তরাষ্ট্রের সৈন্য
মুনা নিউজ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৫
মৃত্যুর আগে নিজের সঞ্চিত সব অর্থ প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড নামে একটি দাতব্য সংস্থায় দান করেছেন আগুনে আত্মাহুতি দেয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সৈন্য অ্যারন বুশনেল। ইসরায়েলি আগ্রাসন এবং সেই ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদে গত রোববার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এই সৈন্য।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছরের অ্যারন বুশনেল তাঁর উইলে স্পষ্ট করে গেছেন যে, তিনি তাঁর সঞ্চিত সব অর্থ প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড নামে একটি দাতব্য সংস্থায় দান করেছেন। এই প্রতিষ্ঠান গাজায় মানবিক চিকিৎসা ও ত্রাণ সহায়তা দিয়ে আসছে দীর্ঘদিন ধরেই। কেবল তাই নয়, বিষয়টি নিশ্চিত করতে তিনি একটি উইল বা দানপত্রও করে গেছেন।
অ্যারন বুশনেলের নিজ গায়ে আগুন দেওয়ার ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছিলেন। সে সময় তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অ্যারন বুশনেলের গায়ে আগুন দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। বুশনেল নিজেই ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন। ওই ভিডিওর বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, গায়ে আগুন দেওয়ার আগে তিনি চিৎকার করে বলেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না, থাকতে চাই না।’
গায়ে আগুন ধরে যাওয়ার পরও বুশনেল চিৎকার করে ‘ফ্রি প্যালেস্টাইন’ বা ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’ বলছিলেন। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এর আগে, গত ডিসেম্বরেও আটলান্টায় ইসরায়েলি কনস্যুলেটের সামনে এক প্রতিবাদকারী নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।
অ্যারন বুশনেল টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা। ২৫ বছর বয়সী এই তরুণ বিমান সেনা লিংকডইন আইডিতে নিজেকে ‘একজন উদীয়মান সফটওয়্যার প্রকৌশলী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ২০২০ সালের মে মাস থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে মৃত্যুর আগ পর্যন্ত কর্মরত ছিলেন।
বুশনেল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নওসেটস পাবলিক স্কুলের সাবেক শিক্ষার্থী। এ ছাড়া তিনি ম্যাসাচুসেটসের একটি বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। অ্যারনের মৃত্যুতে তাঁর স্কুলের কর্তৃপক্ষ এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের সাবেক শিক্ষার্থী অ্যারন বুশনেলের অকালমৃত্যুর খবরে আমাদের হৃদয় ভেঙে গেছে।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.