11/22/2024 আটকে পড়া ফিলিস্তিনিদের থাকার অনুমতি দিলো সৌদি আরব
মুনা নিউজ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:১৭
প্রায় পাঁচ মাস ধরে ফিলিস্তিনে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ সময়ে ওমরাহ করতে যাওয়া অনেক ফিলিস্তিনি দেশে ফেরার সুযোগ পাননি। তারা সৌদি আরবেই আটকা পড়ে আছেন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে ফেরা ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই আটকে পড়া ফিলিস্তিনিরা ছয় মাস পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন বলে আশ্বস্ত করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর গালফ নিউজ।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমরাহযাত্রীরা সেখানে নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। পরে সৌদি কর্তৃপক্ষ তাদের ছয় মাস পর্যন্ত দেশটিতে বসবাসের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাছাড়া নিজ দেশে নিরাপদে ফেরা পর্যন্ত ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হবে বলেও জানা গেছে।
আটকে পড়া ফিলিস্তিনিদের ব্যাপারে এমন মানবিক সিদ্ধান্ত নেওয়ায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২৩ সালে বিভিন্ন দেশ থেকে ১৩ কোটি ৫৫ লাখের বেশি মুসলিম ওমরাহ পালন করে, যা সৌদি আরবের ইতিহাসে একটি রেকর্ড। একই সময়ে ২৮ কোটির বেশি মুসল্লি পবিত্র মসজিদে নববীতে নামাজ পড়ে ও রওজা শরিফ জিয়ারত করেছেন।
এদিকে গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় এ পর্যন্ত প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৭০ হাজার। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.