04/19/2025 বিরল প্রতিবাদ : মিশিগানে রেকর্ড সংখ্যক ‘আনকমিটেড ভোট’
মুনা নিউজ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:০৭
প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ে বিরল ঘটনার সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। মিশিগান প্রাইমারিতে প্রেসিডেন্ট জিতলেও; রেকর্ড সংখ্যক মানুষ দিয়েছেন ‘আনকমিটেড’ ভোট। মূলত, গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরষ্ট্রের সমর্থনের ঘটনায় অভিনব এই প্রতিবাদ। ২৮ ফেব্রুয়ারি, বুধবার এক প্রতিবেদনে এবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী বাইডেন- এটা অনেকটাই নিশ্চিত। প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে পাচ্ছেন প্রত্যাশিত জয়। তারই ধারাবাহিকতায়, মিশিগানের প্রাইমারিতে ডিন ফিলিপসসহ অন্যান্য প্রার্থীকে হারিয়েছেন বিপুল ভোটে।
বাইডেন জিতলেও, অঙ্গরাজ্যটির আরব-আমেরিকান কমিউনিটি ঘটালো বিপ্লব। গাজায় আগ্রাসনের প্রতিবাদ দেখাল ব্যালট বাক্সে। ৫৮ হাজারের বেশি মানুষই দিয়েছেন আনকমিটেড ভোট। মানে, প্রার্থীকে সমর্থনে তারা দায়বদ্ধ নন। যা, ডেমোক্রেটদের প্রাইমারির ইতিহাসে রেকর্ড। ২০১২ সালে, একই অঙ্গরাজ্যে ওবামার বিরুদ্ধে পড়েছিলো ২০ হাজার ৮৩৩ আনকমিটেড ভোট।
মূলত, বাইডেনের ইসরায়েল সমর্থিত নীতিতে ক্ষুব্ধ মানবাধিকার কর্মীরা ডেমোক্রেট ভোটারদের জানান বিশেষ এই ভোটদানের আহ্বান। বাইডেনের বিরুদ্ধে অন্তত ১০ হাজার ভোটের লক্ষ্য ছিলো। তবে, প্রত্যাশার তুলনায় কয়েকগুণ বেশি মানুষ দিয়েছেন সাড়া।
একজন ভোটার বলেন, প্রাইমারিতে আমাদের সংস্থার সদস্যরা অসাধারণ কাজ করেছে। সবার নজর এখন মিশিগানের দিকে। আনকমিটেড ভোট এখন মানবিক ভোটে পরিণত হয়েছে। গাজার হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানোর পক্ষে এ অবস্থান।
যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম মিশিগান। যেখানে বেশিরভাগই আরব-আমেরিকান। এর আগে, ২০২০ সালের নির্বাচনে ৬৪ শতাংশ মুসলিম ভোট পান বাইডেন। তবে বিভিন্ন জরিপ বলছে, এবার গাজা ইস্যুতে মুসলিমরা ক্ষুব্ধ।
এদিকে, মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে, নিকি হ্যালিকে ১০ হাজার ভোটের ব্যবধান হারিয়ে প্রার্থিতা নির্বাচনের ভোটাভুটিতে টানা পঞ্চম জয় তুলে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.