11/22/2024 ১৪৩ রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট
মুনা নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৫৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) গোয়েন্দারা গত তিন মাসে ১৪৩ জন রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের ২৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। ডিবির অতিরিক্ত কমিশনার (ডিটেকটিভ) মোহাম্মদ হারুন-অর-রশিদ ২৬ ফেব্রুয়ারি, সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, চক্রটি দূরবর্তী এলাকায় বসবাসকারী এমন ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ব্যবহার করে পাসপোর্ট তৈরি করেছে, যাদের বিদেশে যাওয়ার সম্ভাবনা কম। গ্রেপ্তারদের মধ্যে তিনজন রোহিঙ্গা নারী। তাদের কাছ থেকে পাসপোর্ট ও কম্পিউটার প্রস্তুত করতে ব্যবহৃত নথি সামগ্রী জব্দ করা হয়েছে।
হারুন-অর-রশিদ বলেন, চক্রটির কিছু সদস্য এনআইডি সংগ্রহ করে, অন্যরা রোহিঙ্গাদের খুঁজে ঢাকায় নিয়ে আসে। তৃতীয় দলটি তাদের জাল জন্ম সনদ ও এনআইডি তৈরি করে। চতুর্থ দলটি বাংলাদেশের বিভিন্ন পাসপোর্ট অফিস থেকে অসাধু আনসার সদস্যদের সহায়তায় পাসপোর্ট তৈরির পদক্ষেপ নেয়।
ডিবি কর্মকর্তা বলেন, চক্রটির আরও সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.