11/22/2024 দক্ষিণ কোরিয়ায় চিকিৎকদের ধর্মঘট, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু
মুনা নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৪৮
দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে বিনা চিকিৎসায় এক নারী রোগীর মৃত্যু হয়েছে। ৮০ বছর বয়সী ওই রোগীকে বহনকারী অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করতে না দেওয়ায় এ ঘটনা ঘটে। চিকিৎসার অভাবে মারা যাওয়া প্রবীণ ওই নারী কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদরোগ) আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
গত ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার তাকে ভর্তির জন্য সাতটি হাসপাতালে ফোন করেন ডায়েজন শহরের প্যারামেডিকরা। কিন্তু চিকিৎসক ও বেডের অভাবে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সাহায্য চাওয়ার ৬৭ মিনিট পর অবশেষে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তির ব্যবস্থা হলেও সেখানে পৌঁছনোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।
২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা বলেছেন, তারা ঘটনাটি তদন্ত করে দেখবেন।
দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের ধর্মঘটে এটিই প্রথম মৃত্যু, যেখানে ইন্টার্ন ও আবাসিক চিকিৎসকরা আন্দোলন করছেন। সরকার আরও চিকিৎসক নিয়োগ দিলে প্রতিযোগিতা বেড়ে যাবে, তাদের মধ্যে এ শঙ্কা কাজ করছে। প্রায় ৭০ শতাংশ তরুণ চিকিৎসক গত সপ্তাহ থেকে আন্দোলন করছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের আন্দোলনের ফলে তাদের কাজ নার্সদের দিয়ে করানো হচ্ছে। নার্সরা এ নিয়ে অভিযোগ জানিয়েছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.