11/23/2024 একই দিনে মেক্সিকো সীমান্তে যাচ্ছেন বাইডেন ও ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৩৭
দ্বিপক্ষীয় সীমান্ত চুক্তি পাস করতে দ্বিতীয়বারের মতো মেক্সিকো সীমান্তে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার একইদিনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মেক্সিকো সীমান্তে ভাষণ দেবেন বলে জানা গেছে। ২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
টেক্সাসের ব্রাউনসভিলে সফর করবেন বাইডেন। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে এল পাসোতে সীমান্ত সফরে গিয়েছিলেন তিনি। ডিসেম্বরে অভিবাসী সংঘর্ষ রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সীমান্তে না যাওয়ায় রিপাবলিকানদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাইডেন।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্রাউনসভিলে বর্ডার পেট্রোল এজেন্ট, আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বাইডেন।
ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট বাইডেন সিনেটের দ্বিপক্ষীয় সীমান্ত সুরক্ষা চুক্তি পাস করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন। যা কয়েক দশকের মধ্যে সীমান্ত সুরক্ষিত করার জন্য সবচেয়ে কঠিন সংস্কার।
কংগ্রেসকে দ্বিদলীয় অভিবাসন চুক্তি পাস করার আহ্বান জানিয়ে আসছেন বাইডেন। যার মধ্যে রয়েছে আশ্রয় প্রোটোকলে পরিবর্তন, অভিবাসন পর্যালোচনা জোরদার করার জন্য তহবিল এবং অতিরিক্ত বর্ডার প্যাট্রোল এজেন্ট নিয়োগের পাশাপাশি কর্মকর্তাদের জন্য নতুন জরুরি ক্ষমতা।
হাউজ রিপাবলিকানরা ইউক্রেনকে বৈদেশিক সহায়তা এবং ইসরাইলকে অভিবাসন সংস্কারের সঙ্গে যুক্ত করার দাবি জানানোর পর কয়েক মাসের আলোচনার ফলাফল এই চুক্তি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.