11/24/2024 সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতির আশা বাইডেনের
মুনা নিউজ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:১৭
গাজা ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির কাছাকাছি রয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মিশর, কাতার, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যরা এ লক্ষ্যে কাজ করছে। আগামী ৪ মার্চ, সোমবার নাগাদ যুদ্ধবিরতিতে পৌঁছা যেতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন।
কাতারে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের নিয়ে চলমান আলোচনায় কিছু অগ্রগতির খবরের মধ্যে বাইডেন সোমবার এ কথা জানালেন।
প্রেসিডেন্ট বলেন, “আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে আমরা (সাময়িক যুদ্ধবিরতির) কাছাকাছি আছি।”
নিউইয়র্ক সিটিতে সম্ভাব্য যুদ্ধবিরতি সম্পর্কে বাইডেন সাংবাদিকদের বলেন, “আমরা কাছাকাছি। তবে আমরা এখনও শেষ করিনি। আমার আশা আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি করব।”
পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এর আগে বলেছিলেন, গত কয়েক দিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে, তবে হামাস সর্বশেষ প্রস্তাবিত চুক্তিটি গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২৯ হাজার ৭৮২ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা, বিবিসি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.