11/24/2024 তুরস্কে ভোটে অনিয়মের অভিযোগ
মুনা নিউজ ডেস্ক
১৮ মে ২০২৩ ১০:১২
তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) বলছে, তুরস্কে ১৪ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের অনিয়ম ও ব্যালট জালিয়াতির অভিযোগ এনেছে।
রিপাবলিকান পিপলস পার্টি ও গ্রিন লেফট পার্টি এ নিয়ে উদ্বেগ জানিয়ে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলে অভিযোগও দাখিল করেছে।
রিপাবলিকান পিপলস পার্টির ডেপুটি চেয়ারম্যান মুহাররেম এরকেক বলেন, প্রতিটি ব্যালট বাক্সের ক্ষেত্রেই কোনো না কোনো অনিয়ম দেখা গেছে। কোথাও হয়তো একটি ভোট গুনতে ভুল হয়েছে, আবার কোথাও শত শত ভোট গুনতে ভুল হয়েছে।
গতকাল বুধবার পিপলস পার্টির ডেপুটি চেয়ারম্যান জানিয়েছেন তারা ২ লাখ ১০ হাজার ব্যালট যাচাই-বাছাই করে ৭ হাজারের বেশি ব্যালটে অনিয়ম পেয়েছে।
তুরস্কের প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় ২৮ মে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও ৪৯ শতাংশের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এগিয়ে রয়েছেন।
এরকেকের তথ্যানুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার সময়সীমা গত সোমবার শেষ হয়েছে। আর পার্লামেন্ট নির্বাচনের ফল নিয়ে চ্যালেঞ্জ জানানোর সময়সীমা শেষ হয়েছে গত মঙ্গলবার।
সূত্র: আল জাজিরা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.