11/22/2024 বাইডেনকে হারাতে পারবেন না ট্রাম্প : নিকি হ্যালি
মুনা নিউজ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৫৪
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার লড়াইয়ে থাকা নিকি হ্যালি বলেছেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে হারাতে পারবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরই মধ্যে রিপাবলিকান দলের তিনটি রাজ্যের প্রাইমারি নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গেছেন নিকি হ্যালি।
তবে সবচেয়ে বড় হতাশার কথা হল- নিজের রাজ্য সাউথ ক্যারোলাইনায় তিনি বড় ব্যবধানে হেরে গেছেন ট্রাম্পের কাছে। বর্তমানে এই দলে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্প ও তার থেকে পিছিয়ে থাকা নিকি হ্যালি। বাকি প্রার্থীরা আগেই ঝরে পড়েছেন বা নিজেদেরকে সরিয়ে নিয়ে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন।
নিজের রাজ্যে পরাজিত হওয়ার পর রিপাবলিকান দল থেকে নিকি হ্যালির প্রতি বড় রকম চাপ আসছে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে। কিন্তু সেই আহ্বানকে উপেক্ষা করে তিনি পথ ছাড়তে নারাজ। তিনি বলেন, আমার পথচলার এখনও শেষ হয়নি। এমন দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি রবিবার মিশিগান যাত্রার পরিকল্পনা করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.