11/23/2024 মাতৃগর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ না করার নির্দেশ হাইকোর্টের
মুনা নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৩৭
মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট। আজ ২৫ ফেব্রুয়ারি, রোববার এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত বাংলাদেশের হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো যাতে গর্ভাবস্থায় লিঙ্গ পরিচয় শনাক্তকরণকে নিরুৎসাহিত করে এবং গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন।
একইসঙ্গে হাইকোর্ট মাতৃগর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুসরণের নির্দেশ দিয়েছেন। আজ রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ রায় দেন।
রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। আর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী তীর্থ সলিল পাল।
আইনজীবী ইশরাত হাসান বলেন, ‘রায়ে বলা হয়েছে, কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি ও কোনো মাধ্যমে অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না। অর্থাৎ গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা আজকের পর থেকে জানার কোনো সুযোগ নেই। রিট চলমান থাকবে। কেউ রায় অমান্য করলে ব্যবস্থা নেওয়া যাবে।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। আর বলেছেন, এটি চলমান থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের আইনজীবী আজকের পত্রিকাকে বলেন, আদালত রিটটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন। পর্যবেক্ষণে কি থাকবে তা পূর্ণাঙ্গ রায় পেলে বলা যাবে। তবে নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালায় বলা হয়েছে, যাদের লিঙ্গ পরিচয় প্রকাশের সামর্থ্য আছে তাঁরা সে বিষয়ে কোনো বিজ্ঞাপন দিতে পারবে না। আর এর সঙ্গে জড়িতদের প্রশিক্ষণ দিতে হবে যে, মেডিকেল কারণ ছাড়া নীতিশাস্ত্র অনুযায়ী, এটি প্রকাশ অনুচিত।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি এই সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন হাইকোর্ট।
২০২০ সালের ২৬ জানুয়ারি ইশরাত হাসান রিটটি দায়ের করেন। সে সময় রুল জারি করেন হাইকোর্ট। রুলে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় রোধে নীতিমালা তৈরি করতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জাতে চাওয়া হয়। সে অনুযায়ী একটি নীতিমালা তৈরি করে সম্প্রতি আদালতে দাখিল করে স্বাস্থ্য অধিদপ্তর।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.