11/23/2024 নাভালনির স্ত্রী-কন্যার সাথে বাইডেনের ‘রুদ্ধদ্বার’ বৈঠক
মুনা নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৫২
রাশিয়ার বিরুদ্ধ মতাবলম্বী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ও কন্যার সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন নাভালনির স্ত্রী ইউলিয়া ও কন্যা দাশা নাভালনিয়ার সঙ্গে বৈঠক করেছেন এবং নাভালনির মৃত্যুতে তাদের যে ভয়াবহ ক্ষতি হয়েছে তা অপূরণীয় উল্লেখ করে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে, এই ঘটনার প্রতিক্রিয়া রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউস জানিয়েছে, এই রুদ্ধদ্বার বৈঠকে বাইডেন জোর দিয়ে বলেন, অ্যালেক্সেই নাভালনির উত্তরাধিকার রাশিয়া ও সারা বিশ্বের মানুষ বহন করবে এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করবে।
তিনি আরও বলেন, সারা বিশ্বের মানুষ স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়াইয়ে নাভালনির কাছ থেকে অনুপ্রেরণা পাবে। এ সময় বাইডেন জানান, তাঁর সরকার আজ শুক্রবারই রাশিয়ার বিরুদ্ধে আরও বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে।
এর আগে, ক্যালিফোর্নিয়ায় এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানে জো বইডেন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগলা কুত্তার বাচ্চা’ বলে গালি দেন। বাইডেন বলেন, ‘মানুষের সর্বশেষ অস্তিত্বের হুমকি হলো জলবায়ু। তবে আমাদের পুতিনের মতো পাগলা কুত্তার বাচ্চাদের কারণে সারাক্ষণ পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে। অথচ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হলো জলবায়ু।’
হোয়াইট হাউস ও নির্বাচনী প্রচারণায় পুতিনের বিরুদ্ধে বাইডেনের মৌখিক আক্রমণ দিনদিন তীব্রতর হয়ে উঠছে। গত শুক্রবার বাইডেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর দায় সরাসরি পুতিন ও ‘তাঁর গুন্ডাদের’ ওপর চাপিয়ে দিয়ে বলেন, এটি রুশ প্রেসিডেন্টের ‘নৃশংসতার প্রমাণ’।
গত শুক্রবার রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে সাজা ভোগ করার সময় কারাগারের একটি কলোনিতে ৪৭ বছর বয়সী নাভালনির মৃত্যু হয়। রুশ কারা কর্মকর্তারা নাভালনির মৃত্যুর কথা ঘোষণা করার পরই হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘আমরা জানি না ঠিক কী ঘটেছিল, তবে এতে কোনো সন্দেহ নেই যে নাভালনির মৃত্যু পুতিন ও তাঁর গুন্ডাদের কারণে হয়েছে।’
তবে নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে ক্রেমলিন বলে, পুতিনকে দায়ী করে পশ্চিমা দাবি গ্রহণযোগ্য নয়।
বাইডেনের এমন ধরনের শব্দের ব্যবহার এ প্রথম নয়। ২০২২ সালের জানুয়ারিতে সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক প্রেসিডেন্টের কাছে মুদ্রাস্ফীতি নিয়ে জানতে চাওয়ায় তিনি পুতিনকে ‘বোকা কুত্তার বাচ্চা’ বলে সম্বোধন করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.