11/24/2024 হুথিদের হামলায় আমেরিকান সামরিক ড্রোন ভূপাতিত
মুনা নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৩৬
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় আমেরিকান সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি, সোমবার দেশটির উপকূলে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করার এই ঘটনা ঘটে।
এদিকে হুথিদের হামলায় আমেরিকান ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ২১ ফেব্রুয়ারি, বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ইয়েমেনের কাছে হুথিরা একটি সামরিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার নিশ্চিত করেছে। পেন্টগনের ডেপুটি মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ড্রোনটি ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূলে লোহিত সাগরে পড়ে যায়।
তিনি বলেন, ড্রোনটি লক্ষ্য করে হুথিরা সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেছিল এবং এটিকেই ড্রোনটি ভূপাতিত হওয়ার প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে। ভূপাতিত ড্রোনটি উদ্ধার করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সিএনএন জানিয়েছে, ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠী গত বছরের নভেম্বরে ইয়েমেনের উপকূলে একই মডেলের আরেকটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছিল। মনুষ্যবিহীন এই ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.