11/23/2024 বাংলাদেশে সন্দেহজনক লেনদেন বেড়ে প্রায় দ্বিগুণ
মুনা নিউজ ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:১৬
বাংলাদেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন রিপোর্টিং বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলাদেশের ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন রিপোর্টিং হয়েছে ১৪ হাজার ১০৬টি। আগের অর্থবছর এ ধরনের রিপোর্ট হয়েছিল ৮ হাজার ৫৭১টি। ২০২০-২১ অর্থবছরে এসটিআর হয় ৫ হাজার ২৮০টি।
২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রকাশিত বার্ষিক রিপোর্টে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস সাংবাদিকদের সামনে এ রিপোর্ট তুলে ধরেন। পরে রিপোর্টের ওপর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তিনি বলেন, এসটিআর বৃদ্ধি মানেই আর্থিক খাতে সন্দেহজনক কার্যক্রম বেড়েছে তেমন না। বরং রিপোর্ট প্রদানকারী সংস্থার মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিএফআইইউর তৎপরতার কারণে এ ধরনের রিপোর্ট বেড়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছর বাংলাদেশের মধ্যে বিভিন্ন সংস্থার মধ্যে ১ হাজার ৭১টি তথ্য বিনিময় হয়েছে। এর মধ্যে সিআইডিসহ পুলিশের বিভিন্ন সংস্থা নিয়েছে ৬৮০টি। বাকি তথ্য নিয়েছে দুদক, এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি সংস্থা।
নগদ লেনদেন রিপোর্টিংও (সিটিআর) অনেক বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে সিটিআর হয়েছে ২২ হাজার ৮৫৯টি। আগের অর্থবছর যা ছিল ২১ হাজার ১১৩টি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.