মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ওয়েস্ট জোন কমিউনিকেশন মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত গত ১৭ মার্চ ২০২৩ দিবাগত রাত স্থানীয় সময় ৮ঃ৪৫ মিনিটে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ওয়েলকাম রামাদান কালচারাল নাইট' উদযাপন করা হয়।
মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও কমিউনিকেশন মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট ন্যাশনাল ডিরেক্টর এবং ওয়েস্ট জোন কান্ডারী কালচার গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালোক মুহতারাম আনিসুর রহমানের নেতৃত্বে স্থানীয় কান্ডারী কালচার গ্রুপের শিল্পীদের নিয়ে হলিউড মসজিদে শতাধিক লোকের উপস্হিতে প্রায় ২ ঘন্টা ব্যাপী অনুষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়াও প্রোগ্রামটি (Muna west zone) ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সমপচার করা হয়।রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন ইসলামিক নাশিদ পরিবেশনের পাশাপাশি ফেসবুক লাইভে দর্শকদের অনুরোধে বিভিন্ন ইসলামিক গানের অংশবিশেষ পরিবেশন করা হয়।
ওয়েস্ট জোন কমিউনিকেশন মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার ইসমাইল হোসাইন ও কান্ডারী কালচার গ্রুপের পরিচালক রাশেদ হাসান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠীত হয়। উক্ত ওয়েলকাম রামাদান কালচারাল নাইটে উপস্থিত ছিলেন ইয়ং সিস্টার অফ মুনা ন্যাশনাল ডিরেক্টর প্রফেসর রোকেয়া রহমান রিনা, ওয়েস্ট জোন প্রেসিডেন্ট জনাব আশরাফ হোসাইন আকবর, সেক্রেটারী জনাব আব্দুল মান্নানসহ চ্যাপ্টারের বিভিন্ন দায়িত্বশীল ও সাধারন জনশক্তিবৃন্দ। মুহতারাম আনিসুর রহমান ইসলামিক নাশীদ এর মাঝে মাঝে পবিত্র রমজানের গুরুত্ব তাৎপর্য তুলে ধরেন।
অন্যান্য শিল্পীদের মাঝে উপস্থিত ছিলেন কান্ডারী কালচার গ্রুপের সহকারী পরিচালোক রেজাউল করিম, শিল্পী মোঃ আল মামুন,মতিউর রহমান মুকুল,ডঃ শরিফুল ইসলাম,মাহাবুব বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটিতে টেকনিক্যাল সাপোর্ট দেন হলিউড চ্যাপ্টার অফিস সম্পাদক মোঃ ইকবাল।
মোঃ আল মামুন
কমিউনিকেশন মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট