11/22/2024 ইয়েমেনের ড্রোন আমেরিকান নৌবাহিনীর জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে
মুনা নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২৩
ইয়েমেনের সেনাবাহিনী পরিচালিত ও নিয়ন্ত্রিত ড্রোন লোহিত সাগর এবং পার্শ্ববর্তী পানিসীমায় অবস্থানরত আমেরিকান নৌবাহিনীর জন্য নতুন দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ১৮ ফেব্রুয়ারি, রবিবার ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ টু-এর কমান্ডার রিয়ার অ্যাডাম মার্ক মিগুয়েজ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে একথা বলেন।
তিনি বলেন, "বোমা বোঝাই একটি ড্রোন খুব দ্রুত গতিতে ছুটে আসছে- এটি সবচেয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে একটি।"
মিগুয়েজ বলেন, ইয়েমেনি ড্রোনগুলো মোকাবেলা করার জন্য আমেরিকার পর্যাপ্ত গোয়েন্দা তথ্য নেই এবং কিছু পরিস্থিতিতে ড্রোন হুমকি অত্যন্ত মারাত্মক হতে পারে।
তিনি বলেন, আপনি যদি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দৃশ্যপটে উপস্থিত হতে না পারেন তবে এই ড্রোন খুবই দ্রুত বিশ্রী রকমের ঘটনা ঘটিয়ে দিতে পারে।
ইয়েমেনের আঞ্চলিক পানিসীমায় আমেরিকান বাহিনীর সাথে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে তার মধ্যে এই কমান্ডার এসব কথা বললেন।
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলি জাহাজে হামলা চালানো শুরু করলে আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ওপর হামলা চালাতে শুরু করে।
সেখান থেকেই ইয়েমেন এবং আমেরিকা ও ব্রিটেনের মধ্যে সংঘাত চলে আসছে। এক পর্যায়ে ইয়েমেন ঘোষণা করে যে, লোহিত সাগরে এবং আশপাশের অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের সব ধরনের জাহাজ হুথিদের বৈধ লক্ষ্যবস্তু।
সূত্র : পার্সটুডে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.