11/24/2024 ইলিয়াসকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ, শহরে ‘ওয়ান্টেড’ পোস্টার
মুনা নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:১২
মামলার বাদী মিল্টন জ্যাকবের বাড়িতে বোমা মারার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ। তার বিরুদ্ধে ইতোমধ্যে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করা হয়েছে।
নিউইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগিয়েছে।
ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ, গত ২০ জানুয়ারি দুপুরে মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব মিল্টন ও প্রিমা রব্বনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন ইলিয়াস, যা নিয়ে চলে ব্যাপক আলোচনা।
তবে ভিডিওটি মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও প্রিমা রব্বনী সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।
জানা গেছে, এ মামলায় আদালতে আত্মসমর্পণ করে ইলিয়াসের জামিন আবেদনের শেষ দিন ছিল ১ ফেব্রুয়ারি। এ দিন নিউইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা জামিনযোগ্য হওয়ায় ছয়ঘণ্টা পর ওইদিন দুপুরে তাকে ছেড়ে দেয়া হয়।
এরপর ১৭ ফেব্রুয়ারি সশরীরে আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও উপস্থিত হননি ইলিয়াস। ফলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। এরপর তার নামে হুলিয়া জারি করেছে নিউইয়র্ক পুলিশ।
এদিকে, চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় মিথ্যা তথ্য সরবরাহ এবং তা প্রচারের অভিযোগে বাংলাদেশের আদালতেও ইলিয়াসের বিরদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.