11/13/2024 রমজান উপলক্ষে মসজিদুল হারামে ব্যাপক প্রস্তুতি
মুনা নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৪৩
আসন্ন রমজান উপলক্ষে পবিত্র মসজিদুল হারামে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পবিত্র এই মাসে বিপুলসংখ্যক বিদেশি ওমরাহযাত্রী ও মুসল্লির আগমনের আশা করা হয়। মক্কা নগরীর ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রমজানসংশ্লিষ্ট পরিকল্পনা পর্যালোচনা করা হয়। এতে রমজান মাসজুড়ে মুসল্লিদের জরুরি স্বাস্থ্যসেবা দিতে মেডিক্যাল টিম, এয়ার অ্যাম্বুল্যান্সসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রেড ক্রিসেন্ট।
তা ছাড়া ওমরাহযাত্রীদের দ্রুত আগমন ও প্রস্থান নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানায় সৌদি আরবের পাসপোর্ট বিভাগ। জেদ্দায় কিং আবদুল আজিজ বিমানবন্দরে যাত্রীদের জন্য নানা ধরনের স্বাস্থ্যসেবা রয়েছে বলে জানা যায়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ পবিত্র রমজান শুরু হবে। এ মাসে বিশ্বের অসংখ্য মুসলিম ওমরাহ পালন করেন।
তাঁরা মক্কার মসজিদুল হারামে ওমরাহ পালনের পর কিছুদিন অবস্থান করেন। এরপর মদিনায় গিয়ে মসজিদে নববীতে নামাজ পড়েন এবং পবিত্র রওজা শরিফ জিয়ারত করেন। এ সময় তাঁরা ইসলামের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন।
গত বছরের জুলাইয়ে হজের পর নতুন ওমরাহ মৌসুম শুরু হয়।
এ মৌসুমে বিশ্বের এক কোটি মুসলিম ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব। ২০২৩ সালে ১৩ কোটি ৫৫ লাখের বেশি বিদেশি ওমরাহ পালন করেন, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা।
এদিকে ‘নুসুক’ বা ‘তাওয়াক্কলানা’ অ্যাপের মাধ্যমে প্যাকেজ নির্ধারণ করে এখন যেকোনো ভিসায় ওমরাহ করা যাচ্ছে। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ করা হয়। ভিসাধারীরা এখন স্থল পথ, যেকোনো বিমানবন্দর ও সমুদ্রবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারেন।
এদিকে সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে ৯৬ ঘণ্টার ট্রানজিট বা স্টপওভার ভিসা নিয়েও ওমরাহ পালন করা যায়।
সূত্র : গালফ নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.