11/25/2024 ‘কর্মীদের বেতন গড়ে ৬ শতাংশ বাড়বে’: সৌদি আরব
মুনা নিউজ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৪
নতুন বছরে কর্মীদের বেতন বাড়ানোর সুখবর দিল সৌদি সরকার। চলতি বছর কর্মীদের গড়ে ৬ শতাংশ বেতন বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে এক রিপোর্টে।
সৌদি আরবের সাম্প্রতিক একটি রিপোর্টে বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটি ভিশন ২০৩০ লক্ষ্যমাত্রা সামনে রেখে এগিয়ে যাচ্ছে। এজন্য কর্মক্ষেত্রে অভিজ্ঞদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে অর্থনীতিতে ব্যাপক পরিবর্ততন আনা হচ্ছে এবং হাইড্রোকার্বন কমানোর ঘোষণা দিয়েছে।
জনশক্তি বিশেষজ্ঞ কোপার ফিচ বলেন, সৌদি আরব উন্নয়নে ব্যাপক নজর দিচ্ছে। ৫০০ বিলিয়ন ডলার ব্যয়ে নিয়ম সিটি, রেড সি প্রজেক্ট এবং আলউলার উন্নয়ন কার্যক্রম চলছে। এগুলো সব সৌদি সরকারের মেগা প্রজেক্ট যা মেধার বিস্তৃতির পরিবেশ সৃষ্টি করবে।
২০২৪ সালের বাজেট বিবৃতিতে সৌদি জানিয়েছে, গত বছর তারা বেসরকারি খাতে ১১ লাখ ২ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। বিশাল বিনিয়োগের অংশ হিসেবে এসব কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।
দেশটি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণও বাড়িয়েছে। ২০২৩ সালে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ ২৩ শতাংশ বাড়িয়েছে। যা আগামী ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.