11/22/2024 জো বাইডেন ও জর্ডানের বাদশাহের বৈঠক, স্থায়ী যুদ্ধবিরতির দাবি
মুনা নিউজ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিন আল-হুসাইন। ১২ ফেব্রুয়ারি, সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে গাজার রাফাহ শহরে ইসরায়েলের সামরিক অভিযান আরেকটি মানবিক বিপর্যয়ের সৃষ্টি করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর চলমান গাজা যুদ্ধের অবসান ঘটানোর জন্য পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। যদিও হামাসকে পরাজিত করতে ইসরায়েলকে সময় দেওয়ার জন্য ছয় সপ্তাহের বিরতি চাইছেন জো বাইডেন।
হোয়াইট হাউসে বক্তৃতাকালে এই দুই নেতার উভয়েই গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরায়েলি স্থল অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। মূলত ইসরায়েলি আগ্রাসনের কারণে এই শহরটিতে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি আটকা পড়েছেন।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, ‘আমরা রাফাহতে ইসরায়েলি আক্রমণ সহ্য করতে পারি না। এটি যে আরেকটি মানবিক বিপর্যয় তৈরি করবে, তা নিশ্চিত।’
গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটাতে পূর্ণ যুদ্ধবিরতির জন্যও চাপ দেন বাদশাহ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আমরা কেবল পাশে দাঁড়িয়ে থেকে এটি চলতে দিতে পারি না। আমাদের এখন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি দরকার -- এই যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত।’
গত অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা চার মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। একইসঙ্গে বাড়ছে যুদ্ধবিরতি কার্যকরের দাবিও।
এএফপি বলছে, গাজায় পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাতে ক্রমাগতভাবে অস্বীকার করে যুক্তরাষ্ট্র তার মধ্যপ্রাচ্যের কিছু মিত্র দেশকে ক্ষুব্ধ করেছে। ওয়াশিংটন বলেছে, হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের অভিযানকে তারা সমর্থন করে। এছাড়া যুদ্ধবিরতির পরিবর্তে বন্দি মুক্তির চুক্তির সাথে কেবল সংক্ষিপ্ত সংঘাত-বিরতির আহ্বান জানিয়ে চলেছে যুক্তরাষ্ট্র।
চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হতে চাইছেন জো বাইডেন। আর এই কারণে সম্প্রতি তিনি গাজায় বেসামরিক হতাহতের বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে শুরু করেছেন। গত সপ্তাহে তিনি বলেন, গাজায় ইসরায়েলের আক্রমণ ‘অতিরিক্ত’ হয়েছে।
আর এবার এই জো বাইডেন স্বীকার করে নিয়েছেন যে, গাজায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি নিরীহ বেসামরিক নাগরিকের সংখ্যা ‘অনেক বেশি’ রয়েছে।
হোয়াইট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সাথে যৌথ সংবাদ সম্মেলনে সোমবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘এই সংঘাতে নিহত ২৭ হাজার ফিলিস্তিনির মধ্যে অনেক নিরপরাধ বেসামরিক নাগরিক রয়েছেন, যাদের মধ্যে হাজার হাজার শিশুও রয়েছে।’
তিনি আরও উল্লেখ করেছেন, লাখ লাখ মানুষ খাদ্য, পানীয় বা অন্যান্য মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারছে না এবং অনেক পরিবার কেবল একজনকে নয়, অনেক আত্মীয়কে হারিয়েছে। এটি হৃদয়বিদারক।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.