11/23/2024 আবারো বাইডেনকে নিয়ে ট্রাম্পের উপহাস
মুনা নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০২
আবারও প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে উপহাস করলেন রিপাবলিকান ফ্রন্টরানার ডোনাল্ড ট্রাম্প। বক্তব্য দেওয়ার সময় আজকাল প্রায়ই ভুল করছেন বাইডেন। জড়তার কারণে অনেক কথাই বুঝা যায় না তার। এ নিয়ে প্রায়ই গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়।
৯ ফেব্রুয়ারি, শুক্রবার পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে ‘ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন’-এ দেওয়া এক ভাষণে বাইডেনকে নানাভাবে উপহাস করেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ৮২ বছর বয়সী প্রেসিডেন্ট জানেনই না যে তিনি আসলে বেঁচে আছেন কিনা।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগেরও সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, সে একই কাজ বাইডেনও করেছেন।
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। এখন পর্যন্ত রিপাবলিকান দল থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ট্রাম্প। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
অপরদিকে ডেমোক্রেট দল থেকে আবারও নির্বাচন করার কথা বলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র: পলিটিকো, ফিলাডেলফিয়া ইনকোয়াইর
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.