11/22/2024 মানব পাচারের অভিযোগে ১৬ বাংলাদেশির বিরুদ্ধে ভারতে চার্জশিট
মুনা নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২৫
ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ১২ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মানবপাচার মামলায় চার্জশিট গঠন করেছে। এর মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ এবং পাচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া একজন মিয়ানমারের নাগরিক ও ১৯ ভারতীয়সহ মোট ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে।
অভিযুক্ত বাংলাদেশি নাগরিকরা হলেন ফেরদৌস ব্যাপারী, মোহাম্মদ অলি উল্লাহ, অমল দাস, মাসুদ সরদার, সোহাগ গাজী, সুমন শাইক, মো. বেল্লাল, মো. মিরাজুল ইসলাম, জাকির খান, মো. বাদল হাওলাদার, মো. কবির তালুকদার, ঘরামী মোহাম্মদ বশির হোসেন ও সৌদি জাকির।
তাঁরা সবাই বৈধ ভ্রমণ নথি ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং জালিয়াতি করে ভারতীয় পরিচয়পত্র করিয়েছিলেন বলে এনআইএ বলেছে।
এনআইএর তদন্তে বলা হয়েছে, অভিযুক্তরা সোমবার পশ্চিমবঙ্গের কাছে বেনাপোল, যশোর এবং ত্রিপুরা ও আখাউড়ার ভারত-বাংলাদেশ সীমান্ত পয়েন্ট দিয়ে প্রবেশ করেছিলেন। তদন্তে আরো জানা গেছে, তাঁদের মধ্যে আটজন পরবর্তী সময়ে একইভাবে আরো বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে পাচার করেন। এনআইএ এখন পর্যন্ত মোট ২২ জনের মতো ভুক্তভোগীকে শনাক্ত করতে পেরেছে।
এনআইএ জানিয়েছে, জীবিকা ও উন্নত জীবনযাপনের লোভ দেখিয়ে ভারতে এনে বাংলাদিশের স্বল্প পয়সার মজুরিতে কাজ করাতে বাধ্য করা হতো। এ ছাড়া অল্প বয়সী বাংলাদেশি নারীদের ভারতে পাচার করে বেশি বয়সের পুরুষের সঙ্গে বিয়ে দেওয়া হতো। এর জন্য হিউম্যান ট্রাফিকিংরা মোটা অর্থ পেত। ভারতে প্রবেশের পর ভুয়া পরিচয়পত্র তৈরি করে তাদের স্থায়ীভাবে ভারতে বসবাসের সুযোগ করে দেওয়া হতো।
সূত্র : দ্য হিন্দু
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.