11/22/2024 সান ডিয়াগোতে আমেরিকান হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫ সেনা
মুনা নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০৮
ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ নৌসেনা নিহত হয়েছেন। ০৯ ফেব্রুয়ারি, শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলে হয়, সান ডিয়াগোর বাইরে প্রত্যন্ত এলাকায় শীত ঝড়ের কবলে পড়ে ইউএস মেরিন কার্পোস এর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যায়।
ইউএস মেরিন ক্রপস জানিয়েছে, সিএইচ-৫৩ই সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টারটি ক্যালিফোর্নিয়ার মিরামারে মেরিন ক্রপস এয়ার স্টেশন অভিমুখে রওনা হয়েছিল। পরে এটি সান ডিয়াগোর পূর্বে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও এখনও সব সেনার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা নিহতের ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি নিহতদের পরিবার, স্কোয়াড্রন এবং মেরিন ক্রপসের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাঁচ আমেরিকান সেনা হারানোয় তিনি দুঃখ প্রকাশ করেন।
যুদ্ধবিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গুনসান বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। একপর্যায়ে জিকডো দ্বীপের কাছে গিয়ে সাগরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগেই পাইলট জরুরি বহিঃগমনের মাধ্যমে বের হতে সক্ষম হন। পরে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ডের সদস্যরা তাকে উদ্ধার করেন।
নিহত সেনাসদস্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি। হেলিকপ্টারটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : বিবিসি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.