11/23/2024 রোজার আগে সুসংবাদ দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী
মুনা নিউজ ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৪
প্রয়োজনে জরুরি আইন প্রয়োগ করে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)-এর সভাপতির নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আহসানুল ইসলাম, আপনারা আমাদের ওপর এবার একটু আস্থা রাখেন। আগে যেভাবে সরকারের পক্ষ থেকে বলার পরও দাম কমেনি সেটা আর হবে না। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও দায়িত্বশীল হতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, অপরিশোধিত চিনির আমদানি শুল্ক টনপ্রতি তিন হাজার টাকার জায়গায় এক হাজার টাকা, পরিশোধিত চিনির শুল্ক ছয় হাজার থেকে কমিয়ে দুই হাজার টাকা টন করা হয়েছে। এ ছাড়াও খেজুরের আমদানি শুল্ক ২৫ থেকে ১৫ শতাংশ করা হয়েছে। ভোজ্যতেলের শুল্ক কমেছে আমদানি পর্যায়ে ১০ শতাংশ। আর মূল্য সংযোজন কর ১৫ শতাংশ ছিল এটা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.