11/23/2024 কলোরাডোতে পুলিশি হয়রানির মামলা ২১ কোটি টাকায় দফারফা
মুনা নিউজ ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:১৬
২০২০ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অরোরা শহরে পুলিশি হয়রানির স্বীকার হয় এক পরিবার। পরে পুলিশের বিরুদ্ধে মামলা করলে তাদের ক্ষতিপূরণ বাবদ প্রায় ২১ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আন্তর্জাতিক এক প্রতিবেদনে এমনটা জানা গিয়েছে।
জানা যায়, ব্রিটনি গিলিয়াম নামের এক মহিলা তার ছয় বছরের মেয়ে ও ১৪ ও ১৭ বছর বয়সী ভাইঝিদের নিয়ে গাড়িতে চড়ে সেলুন থেকে ফিরে আসছিলেন। সে সময় পুলিশের বাধায় তারা আর বাড়ি ফিরে যেতে পারেননি। বন্দুকের মুখে তাদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করে পুলিশ। পুলিশের এমন কাণ্ড থেকে রেহাই পায়নি শিশুরা পর্যন্ত। এমনকি দুজনের হাতে হাতকড়া পর্যন্ত পরানো হয়। এমন কাণ্ড করে ভুক্তভোগী পরিবারের সঙ্গে ১৯ লাখ ডলারে বিষয়টির সুরাহা করেছে পুলিশ, যা বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি ৮০ লাখ ৫৪ হাজার টাকা। একপর্যায়ে তাদের সবাইকে বন্দুকের মুখে গাড়ি থেকে নামিয়ে মাটিতে শুয়ে পড়তে বাধ্য করে পুলিশ। এ ঘটনায় ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষোভের জন্ম হয়।
এ ঘটনার পর অরোরা শহরের পুলিশ জানায়, তারা ধারণা করেছিলেন গিলিয়ামের গাড়ি চুরি গেছে। এ জন্য ঝুঁকি সত্ত্বেও গাড়ি থামাতে বাধ্য করে পুলিশ। অবশ্য পরে ভুল বুঝতে পেরে এ ঘটনার জন্য ক্ষমা চায় পুলিশ। এমনকি এই কারণে শিশুদের থেরাপি দেওয়ার খরচের প্রস্তাব দেয় পুলিশ।
তবে পুলিশের এমন কথায় আশ্বস্ত না হায়ে তাদের বিরুদ্ধে মামলা করেন গিলিয়াম। মামলার অভিযোগে তিনি বলেন, কৃষ্ণাঙ্গ হওয়ায় তাদের সঙ্গে এমনটা করেছে পুলিশ। এ জন্য পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘গভীর ও পদ্ধতিগত’ বর্ণবাদের অভিযোগ আনেন তিনি।
সোমবার ভুক্তভোগী এই পরিবারের আইনজীবী ডেভিড লেন বলেন, অরোরা শহর পুলিশের সঙ্গে সমঝোতা হয়েছে। এই সমঝোতায় সব পক্ষই অত্যন্ত সন্তুষ্ট।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.