11/23/2024 সাউথ ক্যারোলিনার পর নেভাদায় বড় জয় বাইডেনের
মুনা নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৫২
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সাউথ ক্যারোলিনার পর নেভাদা অঙ্গরাজ্যেও ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ের প্রাথমিকে জয় পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই জয় যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের আরও বেশি শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। খবর দ্য হিলের। ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবারের প্রার্থী বাছাইয়ের ভোটে ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন।
এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি নেভাদার ভোটারদের ধন্যবাদ জানাতে চাই চার বছর আগে আমাকে এবং কামালা হ্যারিসকে জেতানোর জন্য। আর আজকের ভোটে আবার সেই একই পথে আমাদের আরও এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য।’
বাইডেন আরও বলেন, আমাদের অবশ্যই সংগঠিত হতে হবে, সংগঠিত করতে হবে এবং ভোট দিতে হবে। কারণ আমরা এক সময় বলতে পারবো যে, আমেরিকার গণতন্ত্র যখন ঝুঁকির মুখে ছিল তখন আমরা একসঙ্গে রক্ষা করেছিলাম।
এর আগে ৪ ফেব্রুয়ারি, রোববার বাইডেন নেভাদার লাস ভেগাসে একটি র্যালিতে যোগ দিয়েছিলেন।
২০২০ সালেও নেভাদায় ট্রাম্পকে হারিয়ে ছিলেন বাইডেন। এর আগে ২০১৬ সালেও এই অঙ্গরাজ্যেই ট্রাম্পকে হারিয়েছিলেন ডেমোক্র্যাটের মনোনয়নপ্রার্থী হিলারি ক্লিনটন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.