04/04/2025 যুদ্ধ বন্ধের যে প্রস্তাবে ‘রাজি’ পুতিন-জেলেনস্কি
মুনা নিউজ ডেস্ক
১৭ মে ২০২৩ ০৭:৫৫
ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের প্রেসিডেন্টই ইউক্রেন যু্দ্ধের অবসানের সম্ভাব্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে আফ্রিকার নেতাদের একটি দলকে গ্রহণ করতে ‘রাজি’ হয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
মঙ্গলবার (১৬ মে) সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।
রামাফোসা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আমার আলোচনা হয়েছে। দুই নেতাই কিভাবে এ যুদ্ধ শেষ করা যায় তা নিয়ে আলোচনা করতে আফ্রিকার নেতাদের সেখানে গ্রহণ করার বিষয়ে প্রস্তুত থাকার মনোভাব প্রদর্শন করেছেন।
তিনি বলেন, এটা সফল হবে কিনা তা নির্ভর করছে আলোচনার ওপর, যেটা হতে হবে।
সেনেগাল, উগান্ডা ও মিশরের নেতারা এই শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছেন বলেও জানান রামাফোসা।
এ উদ্যোগ সম্পর্কে জাতিসংঘের মহাসচিব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে অবহিত করা হয়েছে বলেও যোগ করে তিনি বলেন, ওয়াশিংটন ও লন্ডন এই পরিকল্পনায় ‘সতর্ক’ সমর্থন দিয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.