11/23/2024 মুনার নিউইয়র্ক নর্থ জোনের উদ্যোগে লিডারশিপ এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৫৭
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা - মুনা নিউইয়র্ক নর্থ জোনের উদ্যোগে লিডারশীপ এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জানুয়ারি, শনিবার নিউইয়র্ক সিটির হলিসের ‘মুনা সেন্টার অব জ্যামাইকা’ মিলনায়তনে এই এডুকেশনাল ক্যাম্পটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুনা নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মো. রাশেদুজ্জামান।
এডুকেশন ক্যাম্পে বিষয় ভিত্তিক আলোচনা করেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমেদ নূরুজ্জামান, ডা. সাইদুর রহমান চৌধুরী, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টন আরমান চৌধুরী, ন্যাশনাল সোস্যাল সার্ভিস ডাইরেক্টর আব্দুল্লাহ আল আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক মাওলানা তোয়াহা আমিন খান।
আলোচকবৃন্দ বলেন, ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে দীনের পথে দাওয়াত অর্থাৎ আহ্বান। দাওয়াত প্রদানকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিশ্বনবী সালাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারাও শ্রেষ্ঠ, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। বিশ্বনবী (সা.) নিজে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। রাসুলুল্লাহ সালাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত দেওয়ার এ পদ্ধতিও ঘোষিত হয়েছে আল কোরআনে। সুতরাং মানুষকে রাসুলের (সা.) পন্থা অনুসরণের মাধ্যমে আল্লাহ দীনের দাওয়াত দিতে হবে বলেও জানান তারা।
তারা আরো বলেন, বর্তমান সময়ে ইসলামের দাওয়াত অন্যের কাছে পৌঁছানোর গুরুত্ব মোটেও গৌন করে দেখার কোনো সুযোগ নেই। ইসলামের প্রথম প্রকাশ ঘটে দাওয়াতের মাধ্যমে। দাওয়াত নবী-রাসুলদের মিশন। দাওয়াতের মাধ্যমে ইসলামের অগ্রগতি ও বিকাশ সাধিত হয়। নির্মিত হয় ইসলামি সমাজ ও সভ্যতা। সৃষ্টির আদিকাল থেকে আমাদের আদি পিতা হজরত আদম (আ.)-এর মাধ্যমে ইসলামের যে যাত্রা শুরু হয়েছিল এবং সর্বশেষ নবী মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে যে ইসলামের পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়েছিল, এর রশ্মি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ার পেছনে রয়েছে আল্লাহর পথে নিবেদিত প্রাণ, তার প্রিয় নবী-রাসুলদের অক্লান্ত ত্যাগ, কোরবানি, পরিশ্রম ও ব্যাপক দাওয়াতি কাজ।
দাওয়াতের গুরুত্ব তুলে ধরে তারা বলেন, ইসলাম সম্পর্কে অজ্ঞতা ও বিভ্রান্তি যে হারে বেড়েছে এ প্রেক্ষাপটে অধিকহারে ইসলামের দাওয়াত তথা তাওহিদ, রিসালাত, আখেরাতসহ জীবনবিধানের উপযোগী ও অপরিহার্যতা মানুষের সামনে তুলে ধরা খুব বেশি প্রয়োজন ও সময়ে দাবি। শুধু মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ সীমাবদ্ধ না রেখে অমুসলিমদের মধ্যেও আমাদের অধিকহারে দাওয়াত নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে মুনা’র সাংগঠনিক শাখা জোন, চ্যাপ্টার, সাব-চ্যাপ্টারের বিভিন্ন স্তরের প্রায় আড়াই শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই এডেুকেশনাল ক্যাম্প অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিউইয়র্ক নর্থ জোন কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, দেলোয়ার মজুমদার, মমিনুল ইসলাম মজুমদার, মঞ্জুর আহমেদ, অ্যাডভোকেট আবুল হাশেম, মোহাম্মদ আব্দুল্লাহ সহ প্রমুখ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.