11/13/2024 পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন
মুনা নিউজ ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৫৪
মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলা শুরুর পর পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন তিনি।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নতুন দফায় মধ্যপ্রাচ্য সফরের শুরুতেই ৫ ফেব্রুয়ারি, সোমবার ব্লিঙ্কেনের সৌদি আরব যাওয়ার কথা। এরপর তিনি ইসরায়েল, মিসর ও কাতার সফরে যাবেন। মূলত হামাস ও ইসরাইলের চলমান সংঘাতের বিরতির বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা করতেই ব্লিঙ্কেনের এ সফর।
এদিকে ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেন, যুদ্ধবিরতির শক্তিশালী প্রস্তাব সফল হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কাতারও যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
প্রায় চারমাস হয়ে গেলেও গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সবশেষ ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ১২৭ জন নিহত হয়েছেন। হামাস সরকারের গণমাধ্যম শাখা বলেছে, দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফাহতে একটি কিন্ডারগার্টেনে হামলা হয়েছে। সেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।
সূত্র : এএফপি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.