11/22/2024 সাউথ ক্যারোলাইনার প্রাথমিক বাছাইপর্বে বাইডেনের সহজ জয়
মুনা নিউজ ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:১৩
যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইপর্বে সহজেই জিতে গেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি ডেমোক্র্যাটদের প্রথম প্রাথমিক বাছাইপর্ব।
সাউথ ক্যারোলাইনাতে বিজয়ী হওয়ার পর বাইডেন বলেন, নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো পরাজিত করবেন তিনি।
ডেমোক্র্যাটরা এখন এই নির্বাচনী ফলাফলের ওপর ঝাঁপিয়ে। তারা কাটাছেঁড়া করে দেখতে চাইবে জনসমর্থনের খারাপ আলামত সত্ত্বেও ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট কত ভালোভাবে কৃষ্ণাঙ্গ ভোট টানতে পারলেন। কৃষ্ণাঙ্গ ভোটের জোরেই তিন চার বছর আগে ট্রাম্পকে হটিয়ে হোয়াইট হাউসে ঢুকেছিলেন।
২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক বাছাইপর্ব শুরু হয়েছে। ৫০ শতাংশ ব্যালট গণনা শেষে দেখা গেছে, বাইডেন ৯৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, সাউথ ক্যারোলাইনাতে ডেমোক্র্যাটদের প্রাথমিক বাছাইপর্বে বাইডেনের প্রতিদ্বন্দ্বী ও লেখক ম্যারিয়ান উইলিয়ামসন ২ শতাংশ ভোট পেয়েছেন। মিনেসোটার কংগ্রেস সদস্য ডিন ফিলিপস জিতেছেন ১ দশমিক ৬ শতাংশ ভোট।
ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার সময় সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বড় জয়ের খবর পান বাইডেন। এরপর এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৪ সালে সাউথ ক্যারোলাইনার জনগণ আবারও তাদের রায় দিয়েছেন। আপনারা আবারও যে আমাদের প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি করে দেবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এতে ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজিত হবেন।’
যদিও নভেম্বরের নির্বাচনে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নিয়ন্ত্রণ সম্ভবত রিপাবলিকানদের হাতেই থাকবে, তবে বাইডেন অঙ্গরাজ্যটিকে খুব গুরুত্ব দেন। এতটাই যে তিনি এ অঙ্গরাজ্যটিকে তাঁর প্রতি কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন প্রমাণের ক্ষেত্র হিসেবে দেখেন।
অবশ্য, সাম্প্রতিক কয়েকটি জরিপে দেখা গেছে, বাইডেনের প্রতি তাদের সমর্থন কমে যাচ্ছে। বিশেষ করে কম বয়সী কৃষ্ণাঙ্গ পুরুষদের কাছে বাইডেনের জনপ্রিয়তা কমেছে। তাদের অভিযোগ, চার বছর আগে তিনি কৃষ্ণাঙ্গদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেও জয়ের পর কৃষ্ণাঙ্গদের অগ্রাধিকারের জায়গাগুলোকে গুরুত্ব দেননি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.