11/22/2024 অর্থনৈতিক সংকট কাটাতে থাইল্যান্ড-শ্রীলঙ্কার মুক্তবাণিজ্য চুক্তি
মুনা নিউজ ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৫২
গত এক দশকের মধ্যে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বিশ্ব ব্যাংক জানিয়েছে গত বছর দেশটির অর্থনীতি ৩ দশমিক ৮ শতাংশ সংকোচিত হয়। বৈদেশিক মুদ্রার অভাবে দেউলিয়া হয়ে যায় দেশটি। যদিও সম্প্রতি বিভিন্ন পদক্ষেপে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটি।
এমন পরিস্থিতিতে অর্থনীতি চাঙা করতে থাইল্যান্ডের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করেছে শ্রীলঙ্কা। এই পদক্ষেপে অর্থনৈতিক সংকট কাটবে বলে আশা করছে কলম্বো।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তিতে পণ্যের বাণিজ্য, বিনিয়োগ, শুল্ক প্রক্রিয়া ও বুদ্ধিবৃত্তিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া বাজার ব্যবস্থায় সুযোগ বাড়ানোও এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য।
থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্যান্য চুক্তিসহ এফটিএ সই করতে শনিবার কলম্বো পৌঁছায়। ৪ ফেব্রুয়ারি, রবিবার শ্রীলঙ্কার ৭৬তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন স্রেথা।
সূত্র: আল-জাজিরা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.