11/24/2024 জিনজিয়াংয়ে ধর্ম অনুশীলনে কঠোর নীতি জারি
মুনা নিউজডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৪
চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে ধর্ম অনুশীলনের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠতাপূর্ণ অঞ্চলটিতে নতুন কোনো ধর্মীয় স্থান নির্মাণের আগে বেশ কিছু নিয়ম অনুসরণ করার নির্দেশ জারি করা হয়েছে।
উইঘুর, কাজাখ, কিরগিজ, হুই (আকা ডানগান) ইত্যাদি মুসলিম জাতিগত গ্রুপের বাস এই প্রদেশে।
নতুন নিয়মে বলা হয়েছে, এখন থেকে নতুন সকল মসজিদ, চার্চ, এবং অন্যান্য ধর্মীয় ভবন নির্মাণের আগে চীনা নক্সার উপাদানের প্রতিফলন থাকতে হবে। তাছাড়া এ জাতীয় স্থাপনার সংস্কারেও সরকারের অনুমোদনের প্রয়োজন হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.