11/22/2024 জ্ঞানবাপী মসজিদে পূজা চলার অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট
মুনা নিউজ ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৩৯
ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক জ্ঞানবাপী মসজিদের তহখানায় (ভূগর্ভস্থ একটি কক্ষ) হিন্দুদের আরতি ও পূজাপাঠ চলবে বলে জানিয়ে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
‘আঞ্জুমান এন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র পক্ষ থেকে এ বিষয়ে স্থগিতাদেশ চেয়ে যে আবেদন জানানো হয়েছিল শুক্রবার হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।
মসজিদ চত্বরের দক্ষিণ অংশের ‘ব্যাস কা তহখানা’য় আরতি ও পূজায় আপত্তি জানিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে হাইকোর্টকে বলা হয়েছিল, ১৯৩৭ সালে জ্ঞানবাপী সংক্রান্ত বিবাদের রায় মুসলিমদের পক্ষেই গিয়েছিল, তাই ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)কে দিয়ে নতুন করে সমীক্ষা করানো এবং তার ওপর ভিত্তি করে আরতি-পূজাপাঠের নির্দেশ দেয়া যায় না।
২০২২ সালে বারাণসী আদালতের নির্দেশে করা ‘অ্যাডভোকেট কমিশনার’র রিপোর্টকেও বারাণসী জেলা আদালতের নির্দেশে উপেক্ষা করা হয়েছে বলে মুসলিম পক্ষের দাবি ছিল।
সেইসাথে আবেদনে বলা হয়েছিল, বারাণসী আদালতের নির্দেশ ১৯৯১-এর ‘ধর্মীয় উপাসনাস্থল রক্ষা আইন বা ‘প্লেসেস অব ওরশিপ (স্পেশাল প্রভিশন) অ্যাক্ট’-এর পরিপন্থী। আইনি পদক্ষেপের পাশাপাশি শুক্রবার সকাল থেকে জ্ঞানবাপীর তহখানায় আরতি ও পূজাপাঠের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ শুরু করে মুসলিমপক্ষ। মসজিদ কমিটির পক্ষ থেকে শুক্রবার এলাকার সংখ্যালঘু ব্যবসায়ীদের দোকান এবং অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। সহিংসতা এড়াতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। তারই মধ্যে আদালতের নির্দেশ মেনে প্রশাসনিক কর্মকর্তাদের পর্যবেক্ষণে ব্যাস কা তহখানা’য় আরতি ও পূজা করা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.