11/25/2024 আর্জেন্টিনা ছাড়াই সম্প্রসারিত ব্রিকসের যাত্রা শুরু
মুনা নিউজ ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৫৩
গত বছরের দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছিল ব্রিকসের সর্বশেষ বড় সম্মেলন। সেখানে সিদ্ধান্ত হয়েছিল, জোট সম্প্রসারণ করা হবে। সিদ্ধান্ত অনুসারে আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জোটে যোগ দেওয়ার কথা ছিল চলতি বছরের জানুয়ারিতে। তবে সেই সিদ্ধান্ত থোড়াই কেয়ার করে জোটে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। তবে বাকি ৫টি দেশ আনুষ্ঠিকভাবে জোটে যোগ দিয়েছে।
ব্রিকস জোটের বর্তমান সভাপতি দেশ দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেডি প্যান্ডর গতকাল বুধবার জানিয়েছেন, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে জোটের সদস্য হিসেবে যোগ দিয়েছে।
ব্রিকস জোটে আগে থেকেই পাঁচটি—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—সদস্য দেশ ছিল। এবার মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নতুন করে যোগ দেওয়ায় জোটের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াল ১০ এ।
গতকাল ৩১ জানুয়ারি, বুধবার নালেডি প্যান্ডর বলেছেন, ‘ব্রিকসের সদস্যপদ নিশ্চিতকরণের ক্ষেত্রে ছয়টি দেশের মধ্যে পাঁচটি দেশই নিশ্চিত করেছে। সেগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ইরান এবং মিশর।’ তিনি আরও বলেছেন, ‘আর্জেন্টিনা জানিয়েছে, তারা ব্রিকসের পূর্ণ সদস্য হওয়ার জন্য আগের প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে না। আমরা তাদের সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি।’
এর আগে, গত নভেম্বরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের অন্যতম জ্যেষ্ঠ অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডায়ানা মন্ডিনো গত রুশ সংবাদমাধ্যম স্পুৎনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন—১ জানুয়ারিতে আর্জেন্টিনা ব্রিকসে যোগ দেবে এমন কোনো পরিকল্পনা আমাদের নেই।
ডায়ানা মন্ডিনো বলেছিলেন, ‘আমি বুঝি না, ব্রিকসে যোগ দেওয়া নিয়ে এত আগ্রহ কেন?’ এ সময় তিনি জানান, আর্জেন্টিনা কেন ব্রিকসে যোগ দেবে এবং দিলে কী কী সুবিধা আর্জেন্টিনা পাবে সেই বিষয়গুলো পরিষ্কার নয়। তিনি আরও জানান, সংস্থাটিতে আর্জেন্টিনা কেন যোগ দেবে সে বিষয়ক সুযোগ-সুবিধা বিবেচনা করবে আগে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।
সেই সূত্রে বলা যায়, আর্জেন্টিনার বর্তমান প্রশাসন আপাতত ব্রিকসে যোগ দেবে না বলেই মনে হচ্ছে। শিগগির এই পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে বলেও মনে হয় না।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.