11/22/2024 টিনের বাক্সে করে ১৩০টি বিরল বিষধর ব্যাঙ পাচার
মুনা নিউজ ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৪ ০১:৪২
টিনের বাক্সে পাচার করা হচ্ছিল বিরল প্রজাতির ১৩০টি বিষধর ব্যাঙ। ২৯ জানুয়ারি, সোমবার কলম্বিয়ার বোগোতা প্রদেশে বিমানবন্দরের চেকিংয়ে সময় ধরা পড়ে এই বিরল প্রজাতির বিষধর ব্যাঙ। এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি।
দেশটির পুলিশ জানায়, এল দোরাদো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছোট টিনের বাক্সে করে ‘ডার্ট’ প্রজাতির ব্যাঙগুলো নিয়ে যাচ্ছিলেন ব্রাজিলের এক নাগরিক। পানামা হয়ে দেশে ফেরার কথা ছিল তার। বিমানবন্দরের কর্মীরা সন্দেহজনক মনে করায় খোলা হয় তার বহন করা টিনের বাক্স। বেরিয়ে আসে ১৩০টি বিষধর ব্যাঙ। পানিশুন্যতাসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিল ব্যাঙগুলো।
ব্রাজিলিয়ান ওই নাগরিক বলেন, দক্ষিণ কলম্বিয়ার স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে ব্যাঙগুলো পেয়েছে সে। উপহার স্বরূপ তাকে বিরল ব্যাঙগুলো দেয়া হয়েছিল।
ব্রাজিলের পরিবেশমন্ত্রী জানান, বিরল প্রজাতির এই ব্যাঙ ধরা বা পাচার নিষিদ্ধ। এমন ঘটনায় জরিমানা হতে পারে ১৪ হাজার ডলার পর্যন্ত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.