11/24/2024 মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ স্থাপন সফল, দাবি নিউরালিংকের
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৪ ০৩:০৮
প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে সফলভাবে মাইক্রোচিপ স্থাপনের দাবি করল আমেরিকান ধনকুবের ইলন মাস্কের গবেষণা প্রতিষ্ঠান নিউরালিংক। প্রতিষ্ঠানটি স্নায়ু ও ব্রেন সংক্রান্ত গবেষণা করে থাকে।
প্রাথমিক ফলাফলে নিজেদের সফল দাবি করে নিউরালিংক জানিয়েছে, যার মাথায় চিপটি বসানো হয়েছে তিনি সুস্থ আছেন এবং চিপটি সঠিকভাবে কাজ করছে। এটি নিউরোটেকনোলজি প্রতিষ্ঠানটির জন্য একটি বিশাল অর্জন বলে মনে করা হচ্ছে।
নিউরালিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়ে তথ্যটি শেয়ার করেছেন।
তিনি বলেছেন, “গতকাল একজনের মস্তিষ্কে নিউরোলিংক বসানো হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।”
মাস্ক বলেন, “প্রাথমিক ফলাফল খুবই ভালো এবং নিউরনের স্পাইকগুলো ভালোভাবে নজরে রাখছে এই চিপ।”
গত বছর আমেরিকার খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) প্রতিষ্ঠানটিকে মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ স্থাপন করে পরীক্ষার অনুমতি দেয়।
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক নিউরালিংক প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে দৃষ্টিশক্তি, বাক ও শ্রবণ প্রতিবন্ধকতা, বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, স্থূলতা ও শরীরিক বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা।
নিউরালিংক জানায়, এ গবেষণায় মস্তিষ্কের যে অংশ দেহের অঙ্গের নড়াচড়াকে নিয়ন্ত্রণ করে, রোবট ব্যবহার করে অস্ত্রোপচারের মাধ্যমে সেই অংশে একটি ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) স্থাপন করা হবে। এর প্রাথমিক লক্ষ্য হবে, মানুষকে তাদের চিন্তাশক্তি ব্যবহারের মাধ্যমে একটি কম্পিউটার কার্সর বা কীবোর্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম করে তোলা।
সূত্র: বিবিসি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.